কভার লেটার সহ সিভি (cover letter cv sample)

কভার লেটার সহ সিভি (cover letter with CV): যারা চাকরি আবেদন করে থাকে তাদের জন্য সিভির সাথে একটা কভার লেটার জমা দিতে হয়। একটা সিভিকে আকর্ষণীয় করার জন্য কভার লেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের প্রথমে জানতে হবে কভার লেটার কি কিভাবে একটা কভার লেটারকে আকর্ষণীয় করে তোলা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত।{getToc} $title={কভার লেটার সহ সিভি}

কভার লেটার সহ সিভি

কভার লেটার কি?

কভার লেটার হচ্ছে একধরনের দরখাস্ত। আমরা স্কুল-কলেজে যে ধরনের দরখাস্ত লিখতাম ঠিক সেই দরখাস্তকে মূলত ইংরেজি ভাষায় কভার লেটার বলা হয়।

কভার লেটার সিভি সহ বলতে কি বুঝায়? 

একটা দরখাস্ত আর একটা সিভি এই দুই মিলে হয় কভার লেটার সহ সিভি।

আমরা জানি, একটা দরখাস্ত লিখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মেনে লিখতে হয়। যেমন- দরখাস্ত লেখার শুরুতেই আমরা তারিখ দেব, কার কাছে কভার লিখব, ঠিকানা লিখব।

তারপর যে বিষয় তা হল বিষয় সংযুক্ত করব। তবে বিষয়টা যেন হয় খুবই আকর্ষণীয় কেননা নিয়োগকর্তারা একটা পোষ্টের জন্য লক্ষ লক্ষ সিভি দেখার তেমন সময় পায় না, যদি আবেদনকারীর সংখ্যা কম হয় তাহলে তারা সিভি দেখে দেখে নির্দিষ্ট প্রার্থী বাছাই করে। 

{alertSuccess}আপনি আরো পড়ুন: চাকরির জন্য সিভি লেখার নিয়ম

মোট কথা আমরা আমাদের প্রত্যেকটা সিভি আর সিভির কভার লেটারে আমাদের সেরাটা দেয়া চেষ্টা করব।  কেউ পড়ুক বা না পড়ুক আমাদের সিভির মান 100 পাসেন্টই রাখব।

  • অবশ্যই আমাদের সিভির কভার লেটার সহ সিভিটি ইংরেজিতে লিখব। তবে যারা বাংলায় চাইবে কেবল তাদের ক্ষেত্রে ব্যতিক্রম। 
  • প্রতিটা চাকরির জন্য আলাদা আলাদা কভার লেটার সহ সিভি লিখব।
  • স্কিল লেখার ক্ষেত্রে সর্তক থাকব অর্থাৎ আপনি যে স্কিলে পারেন কেবল সেটাই উল্লেখ করবেন।
  • সিভি এবং কভার লেটার লেখা শেষ হলে অবশ্যই আমরা পুনরায় পড়ে দেখব কোথাও কোন ভুল-ত্রুটি আছে কিনা। 

এবার চলুন কভার লেটার সহ সিভি ডাউনলোড করি। এবং এই ফরমেট দেখে দেখে নিজেরা নিজেদের বিজ্ঞপ্তি অনুসারে কভার লেটার ও সিভি সাজাই।

English cover letter with CV

December 31, 2041

Marketing Mannerger,

Uniliver of Bangladesh. 

Road no.121 Motijil, Dhaka

Sub: Prayer for the post of (যে পোষ্টটে আবেদন করবেন সেই পোষ্ট দিবেন) Marketing Mannerger.

Sir,

In response to your recent advertisement in The Daily star on November 25, 2041 you are going to appoint some Marketing Mannerger. I like to offer myself. Herewith I am sending my completed resume for your kind consideration.

I, therefore, pray and hope that you would be kind enough to offer me the post and oblige thereby.

Your Sincerely

ABC

Attachments

  • Curriculum vitae (CV)
  • Passport Size Photo
  • Educational Certificate Photocopy 
  • Experience Certificate Photocopy.

বাংলা কভার লেটার সহ সিভি 

তাং-

বরাবর,

সভাপতি,

ইউনিলিভার্স অব বাংলাদেশ,

বসুন্ধরা,ঢাকা।

বিষয়ঃ মার্কেটিং মেনেজার পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব

বিনীত নিবেদন এই যে, গত ০৫ নভেম্বর,২০২৫ ইং তারিখে “দৈনিক নয়া দিগন্ত” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে,আপনার কোম্পানির মার্কেটিং মেনেজার পদে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।

নিবেদনে

কখগ

বাংলা সিভি

  • নামঃ কখগ
  • পিতার নামঃ কখগ
  • মাতার নামঃ কখগ
  • বর্তমান ঠিকানাঃ কখগ
  • স্থায়ী ঠিকানাঃ কখগ
  • জন্ম তারিখঃ কখগ
  • জাতীয়তাঃ কখগ
  • ধর্মঃ কখগ 

শিক্ষাগত যোগ্যতা

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড
এমবিএ জাতীয় বিশ্ববিদ্যালয় 2049 প্রথম শ্রেণী
বিবিএ জাতীয় বিশ্ববিদ্যালয় 2048প্রথম শ্রেণী
এইচএসসি কুমিল্লা 2039জিপিএ-৫
এসএসসি কুমিল্লা 2041 জিপিএ-৫

  • অভিজ্ঞতাঃ

     ১)………ফ্রেস কোম্পানি,সহকারী মার্কেটিং মেনেজার  ,৩ বছর

     ২)………আকিজ কোম্পানি,সিনিয়র মার্কেটিং মেনেজার,১ বছর

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমাকে আপনার কোম্পানিতে মার্কেটিং মেনেজার হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জিত করিবেন।।

বি: দ্র:

এখানে তারিখ সালটা বেশি দেয়ার কারণ হল যাতে আপনি আপনার সঠিক সালটা লিখতে পারেন আমাদের সাল ও তারিখ এর ভুল ধরে। এখানে আমরা cover letter cv sample হিসেবে তুলে ধরেছি শুধু মাত্র আপনাকে কভার লেটার সহ সিভি একটা ধারণা দিতে পারি।

কভার লেটার সহ সিভি ডাউনলোড:

সকল সিভিগুলো বিডিটুইট থেকে সংগ্রহণ করা হয়েছে। আমার কাছে Microsoft Office নাই লিখতে পারি নি পরে সময় পেলে লিখে দিব। ধন্যবাদ

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post