এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের সংলগ্ন দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের গঠিত একটি ফেডারেশন এর নাম হল সংযুক্ত আরব আমিরাত।
যার মুদ্রার নাম হল দিরহাম। বাংলাদেশে যেমন আমারা টাকা চিনি তেমনি সংযুক্ত আরব আমিরাত এর টাকার নাম দেরহাম। মনে প্রশ্ন থাকতেই পারে ১ দিরহাম কত টাকা ২০২৩ সালের অনুসারে।{getToc} $title={১ দিরহাম বাংলাদেশের কত টাকা দেখুন}
১ দিরহাম কত টাকা ২০২৩
১ দিরহাম = ২৯.৮৮ বাংলাদেশী টাকা। যা ২০২৩ সালের আগস্ট মাসের দাম।
তো আমরা যদি সর্বদায় মনে রাখি ১ দিরহাম = ৩০ টাকা তাহলে সব সময় দেরহামের একটা বাংলাদেশিটার মান বের করতে পারব। যদিও ২ টাকা কম তবুও সহজেই হিসাবের জন্য ধরা যেতে পারে।
Read MOre: আলহামদুলিল্লাহ ভালো আছি
যেমন- ৫ দিরহাম ১৫০ টাকা। বিষয়টা মজার না। সহজেই গণনা করে ফেলা গেল। আমরা এই কৌশলটা তখনই অবলম্বন করব যখন মোবাইলে ইন্টারনেট থাকবে না।
অর্থাৎ কখনো এই দেরহামের মূল্য উঠানামা করে তবুও ১ দিরহাম = ৩০ টাকা হিসাব করব হয়তো কম বা বেশি। তবে এতো কম নয়।
FAQ
- ১ দিরহাম কত টাকা? উত্তর: ২৯.৮৮ টাকা
- ১ দিরহাম কত টাকা ২০২৩? উত্তর: ১ দিরহাম = ২৯.৮৮ বাংলাদেশী টাকা
- সংযুক্ত আরব আমিরাতের টাকার নাম কি? উত্তর: দিরহাম
- ১ দিরহাম বাংলাদেশের কত টাকা? উত্তর: ১ দিরহাম = ২৯.৮৮ বাংলাদেশী টাকা