চিঠির খাম লেখার নিয়ম

চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম দেখুন। আসলে খামে ঠিকানা লেখার নিয়ম সেটাই যেটা আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি, শুধু মাত্র মনে নেই আমাদের, প্রেরক আগে হবে নাকি প্রাপক আগে; এই একটা জায়গায় বড় মুশকিল লাগে। তো আজ পরিস্কার হবো প্রেরক প্রাপক লেখার নিয়ম সম্পর্কে।

{getToc} $title={চিঠির খাম লেখার নিয়ম}

চিঠির খাম লেখার নিয়ম

ধারণাটা হলো এই প্রেরক হলো যে চিঠি পাঠাবে আর প্রাপক হলো যে চিঠি পাবে। অর্থাৎ প্রেরক পাঠাবে এবং প্রাপক পাবে।

{alertSuccess}আরো পড়তে পারেন: চাকরির খামের উপর লেখার নিয়ম

আপনি প্রথমে খামের বাম পাশে লিখবেন

 প্রেরক, 

    শাজাহান

      পিতার নামঃ আবু বক্কর

      গ্রামঃ শাহানগর

      ডাকঘরঃ শেউলারচর

      উপজেলাঃ নেউকান্দা

      জেলাঃ রাজশাহী

{alertSuccess}আপনি পড়তে পারেনফেরত খাম লেখার নিয়ম

এরপর, আপনাকে খামের ডান পাশে লিখতে হবে

প্রাপক, (যার কাছে চিঠিটা পাঠাবেন) 

    মোঃ করিম শেখ মুন্সী

      পিতাঃ এছাহাক শেখ মুন্সী 

      গ্রামঃবেহানপুর

         ডাকঘরঃ রাতপুর

      উপজেলাঃকেতুল্লাপারা

      জেলাঃ হবিগজ্ঞ

সুতরাং এবার বুঝতেই পারছেন এভাবেই লিখতে হবে। তারপরও যদি আপনার কোনো প্রকার কনফিউ লাগে তাহলে পোষ্টটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন আর যখনই ফেসবুকে ডুকবেন একবার করে হলেও কয়েকদিন এই পোষ্টটা দেখবেন তাহলে সব মুশকিল আছান হবে। ল আছান হবে। 

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post