চাকরির খামের উপর লেখার নিয়ম

আমরা যারা নতুন চাকরি প্রার্থী তারা প্রথমে জানি না কিভাবে একটি চাকরির খামের উপর লিখতে হয় এবং তার লেখার ডিজাইন এমনকি কোথায় কি লেখব না লেখব সেই বিষয়ে অবগত নই। তো চিন্তার কোন কারণ নেই এই পোষ্টে তুমি কিছু বাস্তব ব্যবহৃত কিছু চাকরির খামের ছবি দেখতে পারবে। 

চাকরির খামের উপর লেখার নিয়ম:

চাকরির খামের উপর লেখার নিয়ম

একটি হলো অতিরিক্ত আইজিপির কাছে পদের নাম: অফিস সহায়ক এবং অন্যটি দুটি হলো মহাপরিচালক কাছে পদের নাম: অফিস সহকারি কাম:কম্পিউটার মুদ্রক্ষরিক।

আমরা সকলেই জানি অর্থাৎ ছোট বেলা যে নিয়ম পড়েছি, পাপক-প্রেরক চাকরির খামের উপর ঠিক তেমনটাই লেখা হয় এর কোনো বিকল্প আছে আমার মনে হয়। বিকল্প বলতে ইংরেজি বা অন্য কোনো ভাষার খামের হতে পারে।

{alertSuccess}আপনি পড়তে পারেনফেরত খাম লেখার নিয়ম

চাকরির খামের উপর লেখার নিয়ম

ছবিতে আমরা দেখতে পারছি। প্রথমে পদের নাম ও পরের লাইনে নিজ জেলা লিখা আছে পরে ধারাবাহিক ভাবে অবিরত। যা আমরা সবাই ছোট বেলা স্কুল-কলেজে শিখেছি।

প্রেরক মো: ক 

পিতা: খ

গ্রাম, ডাকঘর, থানা, জেলা ও মোবাইল নম্বর

পাপক, এর জায়গায় দেখতে পারছি যার কাছে পাঠানো হয়েছে কেবল তার নাম বা পদ এবং জায়গার নাম।

আমার মনে মনে এবার জানতে পারলে কিভাবে চাকরির খামের উপর লিখতে হয়।

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post