ড্রাইভিং লাইসেন্স চেক [driving license check online BD] 2024

Driving license check online BD: বাংলাদেশের যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করেছেন, তাদের ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবেন অথবা কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন? এই বিষয়ে আলোচনা করা হয়েছে।

{getToc} $title={ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রক্রিয়া দেখুন}

ড্রাইভিং লাইসেন্স চেক করতে যা যা লাগবে-২০২৪

    -যে কোনো একটা মোবাইল ও
    -Reference Number (Driving License Number = ড্রাইভিং লাইসেন্স নাম্বার)

ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স চেক [driving license check online BD] করার নিয়ম

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের মতো লিখুন।
"DL <Space> Reference No." পাঠিয়ে দিন 26969 নম্বরে।
উদাহরণ-
প্রথমে DL লিখুন স্পেস দিয়ে রেফারেন্স নম্বর লিখে 26969 নম্বরে পাঠিয়ে দিন। 
তারপর ফিরতি মেসেসের মাধ্যমে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স এর সম্পর্কে সকল তথ্য BRTA বিস্তারিত পাঠিয়ে দিবে। 

আপনার ড্রাইভিং লাইসেন্স যদি ভুয়া থাকে, তাহলে সেই সকল তথ্যও বিআরটিএ জানিয়ে দিবে।
তাছাড়াও আপনি dlchecker apps এর মাধ্যমেও আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে গুগুল প্লে-স্টোর থেকে dlchecker apps টি ডাউনলোড করতে হবে।

App এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রক্রিয়া-

নিচের ধাপ গুলো অনুসরণ করুন

ধাপ #১ 

app টি ওপেন করুন। তারপর নিচের মতো ছবি দেখতে পারবেন। আর এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন। আমি আপনাকে দুটো উপায়ই দেখিয়ে দিব। তাই ছবি গুলো মনোযোগ করে দেখুন।

এখানে দেখতে পারছেন একটা DL No. আরেকটা হলো Ref. No এখানে যদি আপনি DL No. ড্রাইভিং লাইসেন্স চেক করেন তাহলে আপনাকে স্কেন করতে হবে আর যদি Ref. No ব্যবহার করুন তাহলে সহজেই Ref. No দিয়েই করতে পারেন তাতে করে আর মোবাইলের স্কেন এর প্রয়োজন হবে। 

driving license check

driving license check online BD
দেখুন স্লিপটি স্কেন করা হচ্ছে।
driving license check online
স্কেন সম্পূর্ণ হলে সরাসরি ড্রাইভিং লাইসেন্স দেখাবে।

ধাপ #২

এই ধাপে রেফার এর মাধ্যমে দেখানো হয়েছে। জন্ম তারিখ ও রেফার নাম্বার সঠিক দিলে সাথে সাথেই আপনার  ড্রাইভিং লাইসেন্স দেখানো হবে। নিচের ছবি গুলো লক্ষ্য করুন।

driving license check online
ছবিতে দেখুন রেফার নাম্বার দিয়ে করা হচ্ছে।
driving license check online
তারপর এই অনলাইন ড্রাইভিং লাইসেন্স এর উভয় পৃষ্টা স্কিনশট তুলে, Soft copy/ সফ্ট  কপি হিসেবে লেমিন্টে করে ব্যবহার করতে পারবেন। তাতে করে আপনার কোনো সমস্যা হবে না।

ভিডিও দেখে App এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক [driving license check online BD] করুন।

আপনি যদি এই ধাপ সমূহ না বুঝে থাকেন তাহলে নিচের দেয়া ইউটিউবের ভিডিও দেখতে পারেন।

ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর:

  • ড্রাইভিং লাইসেন্স কতো দিন পরে চেক করলে পাওয়া যাবে?

উত্তর: ২ মাস লাগবে।

  • আমি কি নিজে নিজেই ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন?

উত্তর: হে, আপনি পারবেন।

  • dlchecker apps কেন কাজ করছে না?

উত্তর: হয়তো সার্ভারের সমস্যা থাকতে পারে তাই অন্য উপায় অনুসরণ করুন।

  • আমি কি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো অনলাইন সেবা পেতে পারি সরকারি মাধ্যমে?

উত্তর: হে, তাদের ফেসবুকে যোগযোগ করতে পারেন।

Post a Comment