কৃষ্ণচূড়া ফুলের ছবি | কৃষ্ণচূড়া নিয়ে ক্যাপশন | কৃষ্ণচূড়া নিয়ে প্রেমের কবিতা

কৃষ্ণচূড়া নাম শুনলেই চোখে ভেসে ওঠে, তার লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা এ যেন এক অন্যরকম দৃষ্টিনন্দন। আর এই কৃষ্ণচূড়া গাছটি বসন্তকালে তার রূপ পরিপূর্ণ ভাবে সাজিয়ে আমাদের মনোমুগ্ধ করে আর তার কাছে ডেকে নিয়ে যায়।
{getToc} $title={কৃষ্ণচূড়া নিয়ে সব দেখুন বিস্তারিত}

একটু কল্পনা করে দেখুন, আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দূরে একই পথে কৃষ্ণচূড়ার গুঞ্জন। যখন কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার মাথার উপর একটা কৃষ্ণচূড়া এসে পাখির ন্যায় বসে পড়লো। এবার একটু ভেবে বলুন। তখন কেমন অনুভূতির জন্ম নিবে এই কৃষ্ণচূড়ার জন্য।

এই পোষ্টে কৃষ্ণচূড়ার সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই প্রিয় পাঠকবৃন্দ পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া ফুলের ছবি

কৃষ্ণচূড়া নিয়ে ক্যাপশন

কৃষ্ণচূড়া নিয়ে ক্যাপশন
  • কাছে এসো তোমাকে একটা কৃষ্ণচূড়ার লাল টিপ দেই।
  • নীল আকাশ আর কৃষ্ণচূড়ার মাঝে আজ তুমি আর আমি।
  • কৃষ্ণচূড়ার আগুন রঙে বেশ লাগছে তোমায়।
  • সবুজ পাতা আর লাল ছোঁয়া কৃষ্ণচূড়া আমাকে তোমার কথা বারবার মনে করিয়ে দেয়।
  • মনে আছে সেই দিনের কৃষ্ণচূড়ার কথা।
  • একরাশ কৃষ্ণচূড়া আমার তরফ থেকে।
  • আমি কৃষ্ণচূড়া আর তুমি রাধা।
  • প্রকৃতির নতুন ভালোবাসা তুমি আমার প্রিয় কৃষ্ণচূড়া।
  • কৃষ্ণচূড়ার শাখায় শাখায় রক্তিম লাল ফুলে তোমার ছায়া দেখতে পাই আমি অতি নিরবে।
  • বুজ পাতার ফাঁকে মোরগের লাল ঝুঁটির মতো ফুটেছে ফুল আমাদের প্রিয় কৃষ্ণচূড়া।
  • বসন্তের ফাঁকে ফাঁকে তুমি এলে কৃষ্ণচূড়া তোমাকে স্বাগতম।
  • অনন্ত স্মৃতির ভূমিকায় কৃষ্ণচূড়ার লাল লাল ভালোবাসা।
  • কৃষ্ণচূড়া কেউ জানে না তোমার আমার ভালোবাসা।
  • কৃষ্ণচূড়া তোমায় মাথায় গুজে দেই।
  • কৃষ্ণচূড়া আমার প্রিয় ফুল।
  • কৃষ্ণচূড়ার রাঙা হাতে, থাকে কি আমার সাথে।
  • কৃষ্ণচূড়ার পরশ পাথার, প্রিয় হবে কি আমার।
  • এক স্বপ্ন এক আশা কৃষ্ণচূড়ার ভালোবাসা।
  • লাল রং আমার খুব প্রিয় কেন জানো কৃষ্ণচূড়া ছোঁয়া আছে তাতে।

কৃষ্ণচূড়া নিয়ে কবিতা | কৃষ্ণচূড়া নিয়ে প্রেমের কবিতা

কৃষ্ণচূড়া 
কবি সোহেল

কৃষ্ণচূড়ার আদলে
তুমি ভরা বাদলে
চুলের বেণী, চোখের মনি
এই অদমের রাণী।
কৃষ্ণচূড়া আজ বড্ড অভিমানী।

পথে-ঘাটে-মাঠে তোমার তটে
আমার রাঙা কৃষ্ণচূড়া
তুমি হেয়ালে তুমি খেয়ালে
রাগ ভেঙ্গে তাকালে
এখন আমার মন ভরা।

কৃষ্ণচূড়া সত্যিই তুমি মোর
নয়নের ক্ষণি,
এই অভিমানী
রাগ ভেঙেছে রাগ ভেঙেছে
এই অদমের রাণী।

কৃষ্ণচূড়া নিয়ে রবীন্দ্র কবিতা

আমাদের বিশ্বকবি রবীন্দনাথ ঠাকুন এই ‘কালো অন্ধকারের তলায়’ কবিতায় যেটি ‘শেষ সপ্তক’ কাব্য গ্রন্থে লিখেছেন,
তোমার দ্বারের কাছে আছে যে কৃষ্ণচূড়া
যার তলায় দুবেলা জল দাও আপন হাতে,
সেও প্রধান হয়ে উঠে’
তার ডালপালার বাইরে
সরিয়ে রাখবে আমাকে
বিশ্বের বিরাট অগোচরে।
তা হোক,
এও গৌণ।
এই কবিতায় কবি জীবনের শেষ প্রান্তের কথা বলেছেন। জীবন একদিন অন্তিমে হারিয়ে যাবে। মানুষের কর্ম ঠিকই থাকবে।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা- ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরী কর্নে—আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্নে’ এমন পঙতি দিয়ে বোঝা যায় কতটা সৌন্দর্য কৃষ্ণচূড়া প্রকৃতিকে দান করেছে।


কবিগুরু রবীন্দ্রনাথ আরোও লিখেছেন ‘গন্ধে উদাস হওয়ার মতো উড়ে/ তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি...’

কৃষ্ণচূড়া নিয়ে গানের লিরিক্স

Aj krishnocurar abir niye
akash khele holi,
kew jane na se kon kotha
mon k ami boli. 2 bar

moner kotha mon jodi koy mone mone
sei kothar maya joray keno noyon kone,
aaha kichu shuni kichu vabi
notun pothe chobi,
kew jane na se kon kotha 
mon k ami boli.

aj krishnocurar abir niye 
akash khele holi
kew jane na se kon kotha 
mon k ami boli. 2bar

ei sur bolaka mele pakha
apon onurage,
ei sur bolaka mele pakha
apon onurage
kno se mane ba sudur take
dak diyeche age.

koto j dak dekei chole pay na sara
aaha dekha peyeo koto dekha dishahara,
tobu nodir chokhe sagor ake
sader jolanjoli,
kew jane na se kun kotha
mon k ami boli.

aj krishnocurar abir niye 
akash khele holi
kew jane na se kon kotha 
mon k ami boli. 2bar

কৃষ্ণচূড়া নিয়ে বিখ্যাত কবিতা

তার মানে এবার সহজেই বলা যায়, কৃষ্ণচূড়া নিয়ে আমাদের কবিরা যে কাব্য গুলোতে কিছু কিছু কবিতা লিখেছেন সেগুলোই বিখ্যাত ও সেরা। উদাহরণ-কাজী নজরুল ইসলামের কবিতা- ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরী কর্নে’ ও রবীন্দনাথ ঠাকুর এর ‘কালো অন্ধকারের তলায়’ কবিতা। তাছাড়াও আমি আধুনিক যুগের একটি কবিতা কৃষ্ণচূড়া উপরে দিয়ে দিয়েছি। এটাও বেশ ভালো।

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post