রাস্তায় রাস্তায় কাশফুল,
শরৎ দলে
মেঘের কানে পাতার বাহারি দুল।
শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে? এটা একটা প্রশ্ন
শরৎকালের দৃশ্য দেখার পূর্বে আমরা জেনে নেই শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎ কাল হল বাংলার ষড় ঋতুর তৃতীয় ঋতু, এই সময় আকাশে সাদা সাদা মেঘপুঞ্জ, গাছে পাতা ঝড়ার নতুন নিমন্ত্রণ। যেখানে গ্রীষ্মের আর শীতের আলতু ছোয়া তার মধ্যে শরৎকাল।
{getToc} $title={শরৎকালের দৃশ্য}
এই শরৎকালে রাত একটু তাড়াতাড়ি আর নিয়ে আসে হালকা হালকা ঠাণ্ডা। এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পত্রঝরা বৃক্ষের পাতার ঝরে যাওয়া। তুমি চাইলে গ্রীষ্মকালের দৃশ্য এর ছবি দেখতে পারো।
শরতের ফুল
শরতের ফুল হচ্ছে কাশফুল, হিমঝুরি, গগনশিরীষ, মিনজিরি, শেফালি, শিউলি, কলিয়েন্ড্রা, ছাতিম, পাখিফুল, পান্থপাদপ, বকফুল ইত্যাদি।
শরৎকালের দৃশ্য | শরৎকালের প্রাকৃতিক দৃশ্য
শরৎকালে কাশফুলের দৃশ্য
Tags:
দৃশ্য