ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?

ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে? তা নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের জানতে ইউরোপে কতগুলো দেশ আশে, আর কোন কোন কাজে গেলে ভালো হয় সেই সকল সব কিছু আলোচনা করা হল পারলে একটু ধৈর্য্যসহ কারে পড়তে পারেন। তাছাড়া প্রতিদিন যেহেতু পণ্যের দাম যেভাবে উঠানামা করছে ঠিক তেমনি ভিসার দামটাও বিবেচ্য বিষয়।

{getToc} $title={ইউরোপের সকল দেশের বিস্তারিত}

ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে

ইউরোপের মোট স্বাধীন দেশের সংখ্যা ৪৮ টি। আর ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে। 

প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন দেশে ভ্রমণ বা কাজের ভিসা নিয়ে যাবেন। তা নির্ধারণ মনে হয় টাকার উপর করবেন। আসলে টাকা বেশি বা কম নির্ভর করে যদি আপনি কোন দালালের হাতে পড়ে যান তাহলে আপনার বাড়তি টাকা গুণতে হবে। আর যদি নিজে বুঝে শুনে সরকারি ভাবে কাজ করেন তাহলে নিদির্ষ্ট টাকা দিয়েই যেতে পারবেন। ইউরোপ দেশ আবার কয়েকটি ভাগে ভাগ করেছেন ভৌগোলিক বিদরা। যেমন- পূর্ব ইউরোপ, দক্ষিণ ইউরোপ, উত্তর ইউরোপ, মধ্য ইউরোপ এবং পশ্চিম ইউরোপ।

তো চলুন আর বেশি বকবক না করে আমরা মূল আলোচনা করি ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। কিন্তু আমরা আলোচনা করবো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দেশ যেখানে টাকা মান বেশি, যেখানে পযাপ্ত পরিমাণে কাজ আছে কেবল সেই সকল দেশ নিয়েই।

১ ইউরো সমান ৯৪.২৯ বাংলাদেশী টাকা

ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?

#ইতালি

বাংলাদেশ থেকে ইতালির আসলে 700 ইউরো খরচ হয় লিগেল ভাবে আসলে যদি আপনি দালাল ধরে আসে তাহলে তারা প্রচুর পরিমাণ আপনার টাকা নিয়ে নিবে। 500-700 ইউরো বাংলাদেশি টাকায় প্রায় 74,000 বা 75,000 হাজার টাকা প্রায়। কিন্তু ইতালিতে ভিসা পেতে একটু দেরি হয় প্রায় এক মাস বা আরোও কিছু দিন। ইতালিতে আপনি পেয়ে যাবেন গ্রিণ কার্ড।

বাংলাদেশ থেকে ইতালির যেতে কত টাকা লাগে ইতালির যে কোনো ভিসা বের করতে কত টাকা খরচ হয়।

#রুমানিয়া

পূর্বে রুমানিয়া যারা গিয়েছেন তারা কিন্তু অধিকাংশ লোকই অদক্ষ আবার যারা যাচ্ছে তারা কিন্তু পালিয়ে আসছে যার কারণে রুমানিয়া সরকার তাদের ভিসার রেট বাড়িয়ে দিচ্ছে। এটা কোন কোন এজেন্সি বলে থাকে।

2,000 বা 2,500 হাজার অথবা 3,000 বা 3,500 ইউরো লাগে আর ইউরোটা নির্ধারণ করে থাকে বিভিন্ন এজেন্সি।

তাহলে দাড়ায় চার লক্ষ বা সাড়ে চার লক্ষ রুমানিয়াতে লেগে থা


কে তাছাড়া আমি একটা ভিডিও দিয়ে দিব যাতে সকল কিছু বিস্তারিত সকল কিছু বলা আছে।

তাছাড়া সরকারি ভাবে যেতে পারলে 50,000 টাকা দিয়ে 40,000 নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। 

#পোল্যান্ড

পোল্যান্ডে যেতে কত টাকা লাগবে ? তা নিয়ে জানব এক প্রবাসির ভাইয়ের মাধ্যমে।

#ফ্রান্স

ফ্রান্সে যেতে কত টাকা লাগবে ? তা নিয়ে জানব এক প্রবাসির ভাইয়ের মাধ্যমে।

#আইসল্যান্ড

ফ্রান্সে যেতে কত টাকা লাগবে ? তা নিয়ে জানব এক ইউটিউভার ভাইয়ের মাধ্যমে।

আরোও দেশ নিয়ে পড়ে আপডেট করা হবে, এখন একটু ব্যস্ত তাই পোষ্টা শেয়ার করে রাখুন।

ইউরোপের দেশে নাম সমূহ

পূর্ব ইউরোপ

  • আজারবাইজান
  • আর্মেনিয়া
  • এস্তোনিয়া
  • রাশিয়া
  • ইউক্রেইন
  • লিথুনিয়া
  • বেলারুশ
  • জর্জিয়া
  • মলদোভা প্রজাতন্ত্র
  • লাটভিয়া

দক্ষিণ ইউরোপ

  • ভাটিকান
  • অ্যানডোরা
  • বুলগেরিয়া
  • গ্রীস
  • স্যান ম্যারিনো
  • স্পেন
  • মেসিডোনিয়া
  • সার্বিয়া
  • মন্টিনিগ্রো
  • আলবেনিয়া
  • বসনিয়া-হারজেগোভিনা
  • ক্রোয়েশিয়া
  • ইতালি
  • স্লোভেনিয়া
  • মান্টা
  • রুমানিয়া
  • কসোভো
  • পর্তুগাল

 উত্তর ইউরোপ

  • নরওয়ে
  • আইসল্যান্ড
  • সুইডেন
  • ডেনমার্ক
  • ফিনল্যান্ড

মধ্য ইউরোপ

  • চেক রিপাবলিক
  • হাঙ্গেরী
  • স্লোভিাকিয়া
  • অস্টিয়া
  • পোল্যান্ড

পশ্চিম ইউরোপ

  • ফ্রান্স
  • জার্মানি
  • লিচেনস্টাইন
  • মোনাকো
  • সুইজারল্যান্ড
  • বেলজিয়াম
  • আয়ারল্যান্ড
  • লুক্সেমবার্গ
  • নেদারল্যান্ড
  • যুক্তরাজ্য

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post